অনলাইন ডেস্ক :
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আজ শনিবার সকালে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে জিমি-সারোয়ারদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এশিয়ান গেমসের মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুক্রবার অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যেই বাছাইপর্ব খেলতে নালতে হচ্ছে বাংলাদেশকে। যদিও এবারের এবারের এশিয়ান গেমসের বাছাইয়ে খেলার কথা ছিলনা বাংলাদেশের। কথা ছিল এএইচএফ কাপে সেরা চারে থাকলেই মিলবে এশিয়ান গেমসে সরাসরি অংশ নেওয়ার কিন্তু পরবর্তীতে এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম পরিবর্তনে বাছাই খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাইয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। গত মার্চে এএইচএফ কাপে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তাই কালকের ম্যাচেও জয়ের জন্য মাঠে নামবে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। শক্তি সামর্থ্যরে পাশাপাশি র্যাংকিংয়েও এগিয়ে লাল-সবুজের দল। বাংলাদেশের অবস্থান ৩১তম আর ইন্দোনেশিয়ার ৪৮।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা