November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 7th, 2021, 9:10 pm

একদিনে ২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে ২৮ জন ঢাকার আর বাকি একজন ঢাকার বাইরের। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন তিনজন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য অধিদপ্তর জানালেও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদা নাসরীন বাবলী গতকাল বুধবার ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। গত ২৪ জুন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে পরের দিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করে সরাসরি তাকে আইসিইউতে নেওয়া হয়। সে থেকে প্রায় ১৬ দিন ধরে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন। মাঝে তার অবস্থা কিছুটা উন্নতিও হয়। কিন্তু গত দুইদিন ধরেই তার অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। গতকাল বুধবার ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন সাঈদা নাসরীন বাবলীর স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।