অনলাইন ডেস্ক :
গত বছরের অক্টোবরে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে পাওলো গাভির। তখন তার বয়স ছিল ১৭ বছর ৬২ দিন। ভেঙে ফেলেন ৮৬ বছর পুরোনো রেকর্ড। বনে যান স্পেন জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৩৬ সালে এই রেকর্ড গড়েছিলেন আনহেল জুবিয়েতার (১৭ বছর ২৮৪ দিন)। এবার আরও একটি রেকর্ড নিজের নামে করে নিলেন গাভি। গতরাতে নেশন্স লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন। এতে একটি গোল করেছেন গাভি। যা স্পেনের জার্সিতে তার প্রথম গোল। এর মধ্য দিয়ে দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেলেন তিনি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল আনসু ফাতির। ২০২০ সালে সেপ্টেম্বরে ইউক্রেনের বিপক্ষে রেকর্ডটি করেছিলেন ফাতি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। সোমবার গাভির বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। গাভিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ লুইস এনরিকে। ম্যাচশেষে তিনি বলেন, ‘গাভিকে বেশ ভালো করেই চিনি। পাঁচ বছর ধরে ওর খেলার ভিডিও দেখছি। তবে ওকে নিয়ে আমি এখন নতুন করে কিছু বলবো না। আগেই বলেছি ও গোল করবে এবং সেটাই করে চলেছে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা