November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 8:27 pm

বিষাক্ত গ্যাস নিঃসরণে জর্ডানে নিহত ১২

অনলাইন ডেস্ক :

জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি। গত সোমবার ক্রেন দিয়ে উঠানোর সময় ২৫ কেজির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কটি পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আটজন জর্ডানের বাসিন্দা। বাকি চারজন অন্য দেশের নাগরিক।বিস্ফোরণের প্রচ-তায় একটি ট্রাক গড়িয়ে বন্দরের পাশে পড়ে যায়। চারদিক হলুদ গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। বন্দরের শ্রমিকরা প্রাণ বাঁচাতে তখন দৌঁড়াতে থাকেন।দুর্ঘটনার পর আশপাশের মানুষদের সরিয়ে নেয়া হয়েছে। বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছে। এবং বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র আমির সারতাই বলেন, ‘এই ধরণের বিপজ্জনক পদার্থ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।’দুর্ঘটনার পর পরই জর্ডানের প্রধানমন্ত্রী বিশার খাসাওনেহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া ঘটনাস্থল পরিদর্শনে যান। আহতদের দেখতে হাসপাতালে যান। এবং তদন্ত কমিটি গঠন করেন।সূত্র : আরব নিউজ