অনলাইন ডেস্ক :
দার্জিলিংয়ের রাস্তায় হাঁটছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্যান্যরাও সঙ্গে ছিলেন। রাস্তার পাশে থাকা একটি ফুচকার দোকানের সামনে আচমকা থমকে দাঁড়ালেন তিনি। তৈরি করলেন ফুচকা। আর নিজের হাতে তা বিলিও করলেন সঙ্গে থাকা অতিথি ও শিশুদের মধ্যে। মঙ্গলবার এমনই কা- করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দার্জিলিং ম্যালে জিটিএ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রিচমন্ড হিলের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিলেন মমতা। এ সময় ফুচকা বিক্রেতা নারীর সঙ্গে কথোপকথন শুরু করেন তিনি। ফুচকা বিক্রেতা বলেন, ‘আমি একাই ফুচকার ব্যবসা করি।’ এরপর মমতা এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, ‘উনি বাংলাদেশ থেকে এসেছেন। উনি আমাদের অতিথি। উনাকে এবং এই বাচ্চাগুলোকেও দাও ফুচকা। আমি পয়সা দেব।’ এরপর মমতা নিজেই ফুচকা তৈরি করে অতিথি ও শিশুদের মধ্যে বিলি করেন। গত ২৭ মার্চ উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সে সময় দার্জিলিংয়ের রিচমন্ড হিল এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সঙ্গে মোমো বানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু