সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ রবিবার লোডশেডিংয়ের একটি নতুন সময়সূচী প্রকাশ করেছে। যাতে দেখা যায়, সিলেট নগরীর কিছু এলাকায় দিনে ১৩ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার গত ১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং কার্যকর করেছে।
সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিলেট পিডিবি সিলেট নগরী এলাকায় প্রতিদিন চার ঘণ্টা (সকালে দুই ঘণ্টা, সন্ধ্যায় দুই ঘণ্টা) লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু, সিলেট নগরবাসী প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হচ্ছে।
চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকেরও কম থাকায় সিডিউল বহাল রাখা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেটের গ্রাম এলাকাগুলোতে দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকায় বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিলেট পিডিবির প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, সিলেট নগরীর পাঁচটি বিদ্যুৎ বিভাগে রবিবার বিকালে বিদ্যুতের চাহিদা ছিল ২০০ মেগাওয়াট। কিন্তু, তারা মাত্র ৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে।
কাদির বলেন, ‘বিদ্যুতের ঘাটতির কারণে দীর্ঘক্ষণ লোডশেডিং হচ্ছে।’
আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন কাদির।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি