অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের কাবুলে রবিবার সকালে মার্কিন ২টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির নিহত হয়েছেন। এতে করে দশকব্যাপী রাজত্বের অবসান ঘটলো।
কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার সময় আল–কায়েদার এই নেতা বাড়ির বারান্দায় ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে আল-জাওয়াহরি যে ব্যালকনিতে মারা গিয়েছিলেন সেখানে ‘বিভিন্ন অনুষ্ঠানে, দীর্ঘ সময় কাটাতেন’।
ওই কর্মকর্তা বলেন, গুপ্তচরদের একাধিক তথ্যের ভিত্তিতে মার্কিন বিশ্লেষকরা তার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন, হামলারস্থলে তিনি ছাড়া অন্য কেউ ছিল না।
২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২