November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:32 pm

কাতার বিশ্বকাপে তাকিয়ে ফন খাল

অনলাইন ডেস্ক :

বেলজিয়ামের বিপক্ষে কষ্টের জয়ে স্রেফ স্বস্তি পাচ্ছেন লুইস ফন খাল। কোনো তৃপ্তি অনুভব করছেন না তিনি। তবে নেদারল্যান্ডস কোচ আশাবাদী, আসছে কাতার বিশ্বকাপে আলো ছড়াবে তার দল। নেশন্স লিগের ম্যাচে রোববার আমস্টার্ডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় প্রতিবেশী বেলজিয়ামকে ১-০ গোলে হারায় নেদারল্যান্ডস। এ জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা হয়ে আগামী জুনের চার দলের ফাইনালসে উঠেছে ডাচরা। আগামী নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। ফন খালের এখন সব মনোযোগ বৈশ্বিক আসরে। “আমার মনে হয়, বিশ্বকাপে বল পজেশনে আমরা ভালো করব। বেলজিয়ামের বিপক্ষে আমরা খুব ভালো ছিলাম না। তবে ম্যাচটিতে বল পজেশনে পিছিয়ে থাকলেও আমার মনে হয়, আমরা ভালো করেছি।” “এটা (বল পজেশন) নির্ভর করে নির্দিষ্ট দিনে দলের ফর্ম এবং প্রতিপক্ষের দলের মানের উপর। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বেলজিয়াম যোগ্য হিসাবেই দ্বিতীয় স্থানে আছে এবং এটা অবিশ্বাস্য যে, আমরা তাদেরকে এ নিয়ে দ্বিতীয়বার হারালাম (এবারের নেশন্স লিগে)।” গত জুনে ব্রাসেলসের দেখায় বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। নেশন্স লিগে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছে বেলজিয়াম। ফন খালের হাত ধরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে নেদারল্যান্ডস। আট বছর আগে ব্রাজিলের আসরে তার কোচিংয়ে তৃতীয় হয়েছিল দলটি। ২০১৪ থেকে ২০২২-মাঝের এই সময়ে নেদারল্যান্ডস দল বদলেছে অনেক। বেলজিয়াম ম্যাচের পর সংবাদ সম্মেলনে সে বার্তাই বিশ্বকাপের প্রতিপক্ষদের যেন দিয়ে রাখলেন ফন খাল। “আমি মনে করি, আমরা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছি। আমরা দেখিয়েছি যে, কোনো ম্যাচে যদি কোণঠাসাও থাকি, তখনও আরও সংহত হয়ে খেলার কারণে আমাদের ভেঙে ফেলা কঠিন।” “এখন আমার রক্ষণ এবং মিডফিল্ডে আরও বেশি মানসম্পন্ন খেলোয়াড় আছে। সেই সময় (ব্রাজিল বিশ্বকাপে) আমাদের আক্রমণভাগে ছিল রবিন ফন পার্সি এবং আরিয়েন রবেনের মতো মানসম্পন্ন খেলোয়াড়। কিন্তু ফন পার্সি মাঝেমাঝে চোটে পড়ত এবং তরুণ এক ছেলেকে অনেক ক্ষেত্রেই সে জায়গা পূরণ করতে হতো। সেই ছেলেটি ছিল মেমফিস ডিপাই।” ডিপাই ও তার বার্সেলোনা ক্লাব সতীর্থ ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে খেলতে পারেননি বেলজিয়ামের বিপক্ষে। গত বৃহস্পতিবার পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে চোট পেয়েছিলেন তারা। বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড মোটামুটি ঠিক করে ফেলেছেন ফন খাল। ডিপাই ও ডি ইয়ং-দুজনে পরিকল্পনায় ভালোভাবে আছেন বলেও জানিয়েছেন ডাচ কোচ। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নেদারল্যান্ডের সঙ্গে আছে সেনেগাল, একুয়েডর ও স্বাগতিক কাতার। ২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ নিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ব্রাজিল বিশ্বকাপের তৃতীয় হওয়া দলটি।