অনলাইন ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। ডান হাতে পাওয়া চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই কিউই অলরাউন্ডার। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচের আগে অনুশীলনে ব্যাট করার সময় তার ডান হাতে বল লাগে। পরে এক্স-রে করে দেখা যায় তার কনে আঙ্গুলে চিড় ধরেছে। আর তাই ত্রিদেশীয় সিরিজে আর খেলতে পারবেননা মিচেল। শুধু তাই নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপে তাকে দলে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নিউজিল্যান্ডের ফিজিও কাপাকোলাকিস জানিয়েছেন, এক্স-রেতে মিচেলের ডান হাতের কনে আঙুলে ফাটল ধরা পড়েছে। তার সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। আগামী ১৫ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে নিউজিল্যান্ড। আর ২২ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কিউইরা। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের আগমুহূর্তে মিচেলের চোটের ব্যাপারটি সত্যিই অস্বস্তিকর। আমাদের টি-টোয়েন্টি দলে সে খুবই গুরুত্বপূর্ণ অংশ। ত্রিদেশীয় সিরিজে ওর অলরাউন্ড দক্ষতাকে মিস করব আমরা। বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে বাকি দুই সপ্তাহ। ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ও সময় বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা