September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 19th, 2022, 4:57 pm

রসিক নির্বাচন জনগণের মুখোমুখি মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

সুজন-সুশাসনের জন্য নাগরিক’র আয়োজনে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় টাউন হল মাঠে সুজন রংপুর মহানগর শাখার সভাপতি ফখরুল ইসলাম বেঞ্জুর সভাপতিত্বে সম্মানীত অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউল আলম মজুমদার।
জনগনের মুখোমুখি অনুষ্ঠানে শুরুতে ৯জন মেয়র প্রার্থীদের পরিচয় পর্ব শেষে তাদের পরিবার, জীবিকার উৎস, সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব, নগদ-জমা-ব্যাংকের হিসাব নেয়া হয়, যা তথ্যবলী আকারে প্রকাশ করা হয়। এরপর জনগনের থেকে প্রশ্ন নিলে মেয়র প্রার্থীগণ প্রশ্নের উত্তর দেন।
এ সময় মেয়র প্রার্থী মেহেদী হাসান বনি (স্বতন্ত্র), হোসনে আরা লুৎফা ডালিয়া (আওয়ামীলীগ), আমিরুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খোরশেদ আলম(জাকের পার্টি), তৌহিদুল ইসলাম (খেলাফত মজলিস), মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি), শফিয়ার রহমান (বাসদ), আবু রায়হান (বাংলাদেশ কংগ্রেস), লতিফুর রহমান (স্বতন্ত্র) মোট ৯প্রার্থীর সকলেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুজন কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা কোন দলের নই, যেই ক্ষমতায় যাক আমাদের বিরোধী দল মনে করেন, সরকার আমাদের বলেন আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছি। আমরা সরকারকে বলতে চাই যখন আপনারা বিরোধী দলে ছিলেন, তখন আমাদের কে ধন্যবাদ দিয়েছিলেন, এটা ভুলে গেলে চলবেনা। আমরা সব সময় সত্যের পক্ষে কাজ করে থাকি। রসিক নির্বাচনের ইভিএম সম্পর্কে বলেন, ইভিএম একটি যন্ত্র এর কোন ভুল নেই, কিন্তু সমস্যা পিছনের লোকের যারা যন্ত্রটিকে পরিচালনা করেন। আমরা চাইবো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রকার সমস্যা হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। আমরা মেয়র প্রার্থীদের জনগনের মুখোমুখি দাড় করালাম আগামীতে সময় পেলে রসিক ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকেও দাড় করাবো।##