জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
ডামুড্যায় জেলা প্রশাসক এর পক্ষ থেকে উপজেলা কর্মকতা ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান, উপজেলা নিবার্হী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ডামুড্যা থানার ওসি শরীফুল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা খানম। ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা ফাতেমা নাহিয়ান সহ ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকাতা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলি আবু নাঈম নাবিল সহ বিভিন্ন দপ্তরের কর্মকতা ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং বিভিন্ন ইউয়নের জনপ্রতিনিধিরা ও সুশিল সমাজের সুধীজনদের নিয়ে এই মতবিনিময় সভা করেন। প্রধান অতিথি বলেন উপজেলায় কোনো অনাবাদী কৃষি জমি থাকিলে তার উপরে নজর রাখিতে হবে এবং বাল্যবিবাহ ও ইভটিজিং যাতে না হয় সে ব্যপারে নজর রাখতে হবে। এবং তিনি আরো বলেন আমার নাম্বার সবসময় খেলা থাকে জরুরি কোনো প্রায়োজন হলে আমার সাথে যোগাযোগ করিবেন। সভা শেষে গ্রাম পুলিশদের মধ্য পোশাক, জুতা, মোজা, টর্চ লাইট, ব্যাগ বিতরন করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি