নিজস্ব প্রতিবেদক, রংপুর :
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রংপুরে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে উদ্বোধন করা হয় বৃক্ষমেলা।
উদ্বোধনীর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ করে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা, চেক বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করা হয়।
ব্ক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আব্দুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।
উল্লেখ্য- ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকা হতে এসে স্টল দিয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল অংশ নেয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি