অনলাইন ডেস্ক :
শক্তির দিক দিয়ে মিয়ানমার এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছে। এমনকি ১০ জনের মিয়ানমারকে শেষের দিকে কিছুটা চেপে ধরছিল, কিন্তু সাফল্য আসেনি। এশিয়ান গেমস ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচেই আত্মঘাতী গোলে হার দেখতে হয়েছে। মিয়ানমারের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। হাংজুর জিয়া ওশান স্পোর্টস সেন্টারে মিয়ানমারের বিপক্ষে কিছুটা প্রতি আক্রমণ নির্ভর ফুটবলে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে না গেলে তখনই গোল পেতে পারতো লাল-সবুজ দল। মিয়ানমার চেষ্টা করেও পারেনি মিতুল মার্মাকে পরাস্ত করতে।
বিরতির পর বাংলাদেশ সুযোগ বেশি পায়। তবে গোলকিপার ছিলেন ত্রাতার ভূমিকায়। ৬১ মিনিটে রবিউলের ফ্রি কিক গোলকিপার প্রতিহত করে গোল হতে দেননি। ৬৭ মিনিটে বাংলাদেশ আত্মঘাতী গোল থেকে পিছিয়ে পড়ে। ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে যায়। ৭৫ মিনিটে মিয়ানমার ১০ জনের দলে পরিণত। বাংলাদেশের একজনকে পোস্টে ঢোকার আগে এক ডিফেন্ডার ফেলে দেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপরই ফ্রি কিক থেকে রবিউলের শট গোলকিপার আবারও পোস্টে ঢোকার মুহূর্তে এক হাত দিয়ে প্রতিহত করেন। শেষের দিকে সুমন রেজার একটি প্রচেষ্টা বারে লেগে প্রতিহত হয়। গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা