October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 9:45 pm

উত্তরাঞ্চল,যশোর ও কুষ্টিয়ার মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে

ফাইল ছবি

সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তরাঞ্চল, যশোর ও কুষ্টিয়া জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.বজলুর রশীদ জানান শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে। এরপর ১২-১৩ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানান তিনি।

এছাড়া বঙ্গোপসাগরে পশ্চিম লঘুচাপের কারণে ১৩ জানুয়ারির পর দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন,‘১৩ জানুয়ারির পর দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর সারা দেশে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে।’

সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদীর অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ গিরিখাত পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমি নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রবিবার রাজশাহী বিভাগের বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে বুলেটিনে বলা হয়েছে।

—ইউএনবি