অনলাইন ডেস্ক :
বিটিএস-এর নতুন একটি গান অনলাইনে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এটি কীভাবে ঘটল তা নিয়ে ভক্তরা বিস্মিত। অনেক ভক্তই ফাঁস হওয়া গানটি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন। চলতি বছর নতুন কয়েকটি গান প্রকাশ করার কথা ছিল বিটিএস-এর। ধারণা করা হচ্ছে, প্রকাশের অপেক্ষায় থাকা গানগুলোর একটি ফাঁস হয়ে গেছে। রেডইট ও টুইটারে ছড়িয়ে গিয়েছিল গানটি। পরে সামাজিক মাধ্যম থেকে গানটি সরিয়ে ফেলা হলেও টুইটগুলো রয়ে গেছে। বিটিএস-ভক্তরা সামাজিক মাধ্যমে গানটি শেয়ার না করার জন্য অনুরোধ করছেন। এক ভক্ত লিখেছেন, ‘শিল্পীদের কষ্টে গড়া এই গানটি যারা শেয়ার করছেন, তারাও যিনি ফাঁস করেছেন তার মতোই অপরাধ করছেন।’ বর্তমানে বিশ্বের অন্যতম সঙ্গীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান বয়েজ ব্যান্ড বিটিএস এর আরেক নাম ‘ব্যাংটান বয়েজ’। ২০১০ সালে গঠিত হয়েছে এই ব্যান্ড দল। জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্যপরিবেশনার মধ্য দিয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ