May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 5th, 2023, 8:43 pm

ক্রিকেটারদের মোবাইল ফোন ব্যবহারে বিধি-নিষেধ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ চলাকালে মোবাইল ফোন কম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশেষ এই নির্দেশনার কারণ, সাকিব আল হাসানদের ওপর যেন বাড়তি চাপ তৈরি না হয়। গত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। ‘সোশ্যাল মিডিয়ায় যখন আপনি কোনো স্টোরি পড়তে যাবেন, ফোনের সামনে যখন ৭-৮ ঘণ্টা থাকবেন, ওটা বড় একটা স্ট্রেস। আমরা চাই এই স্ট্রেসটা যেন কম পড়ে। এটা যতটা কমানো যায়’, দলের সবাইকে বার্তাটা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ।

কিন্তু এই নির্দেশনা মানবেন তো ক্রিকেটাররা? সবাই আলাদা আলাদা কক্ষে থাকেন। রুমে তাঁরা মোবাইল ফোনে ডুবে আছেন কি না, সেটি অবশ্য মাহমুদ সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপরই ছেড়ে দিয়েছেন, ‘এই সিদ্ধান্ত আমরা সবাই আলোচনা করেছি। সবাই জানে, মোবাইলের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনের ওপর চাপ তৈরি হয়, চোখের ওপর চাপ পড়ে। অনুশীলন গরমের মধ্যে হচ্ছে। সব কিছু ম্যানেজ করে মানসিক দিক থেকে তাদের নিজে নিজে তৈরি হতে হবে। এতে ওরা বেশ ভালো সাড়াও দিচ্ছে।