May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 4th, 2021, 8:06 pm

দাখিল-আলিমেও হবে তিন বিষয়ে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের দাখিল ও আলিমেও শুধুমাত্র নৈবচনিক (ঐচ্ছিক) তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় ও অন্যান্য আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা হবে যেসব বিষয়ে: ২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে। মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের দিতে হবে কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, তাজবিদ নসর ও নজম বিষয়ের পরীক্ষা। আর হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে। ২০২১ সালের সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে হবে। আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজবিদ প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে হবে।
২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে, চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরও ঐচ্ছিক তিন বিষয়ের পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হবে।