May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 20th, 2021, 12:36 pm

মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দেয়া লুসি হল্ট হাসপাতালে

ফাইল ছবি

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা দ্বৈত নাগরিক হে‌লেন ফ্রা‌ন্সিস লুসি হল্ট মি‌নি ব্রেইন স্ট্রোক ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার রা‌তে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তা‌কে ভ‌র্তি করা হয়।

মে‌ডি‌সিন ওয়া‌র্ডের দা‌য়িত্বরত চি‌কিৎসক জানিয়েছেন, মিনি ব্রেইন স্ট্রোকের পাশাপাশি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন লুসি হল্ট। তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন লুসি হল্ট’র। প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ মেনে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে নীরবে কাজ করেছেন। ওই সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। দেশ স্বাধীনের পরে তিনি দেশের মায়া ত্যাগ করতে পারেননি। তাইতো নিজের দেশে ফিরে না গিয়ে বাংলাদেশেই থেকে যান। তিনি বরিশাল অক্সফোর্ড মিশনে বসবাস করেন।

লুসি হল্টের অসামান্য অবদানের কথা গণমাধ্যমে প্রকাশ হলে তাকে দ্বৈত নাগরিকত্ব প্রদানের পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়। এমনকি তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

—ইউএনবি