May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:32 pm

যে কারণে পাকিস্তানে সাকিব

অনলাইন ডেস্ক :

বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। দলটির অধিনায়ক সাকিব আল হাসান এখন খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পেশোয়ার জালমির হয়ে খেলতে এরইমধ্যে দেশ ছেড়েছেন এই অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে জালমি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকবেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরে আসবেন। পয়লা মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১১ ইনিংসে ১৭৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান। এ ছাড়া ব্যাট হাতে নিয়েছেন ১০ উইকেটও। রংপুরের বিপক্ষে ম্যাচে ব্যাটে নামলে হয়তো সাকিবের রানসংখ্যা আরো বাড়ত।