May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 12th, 2024, 9:42 pm

রমজানে ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে স্কুল: শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ক্লাস আগামী ২৫ মার্চ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম ১৫ দিন খোলা রেখে গত ১৩ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) নতুন সিদ্ধান্তের বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সইয়ে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, মাধ্যমিক স্তরের অধীন সব সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ক্লাস আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী এ কে এম ফয়েজ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের আদেশের ফলে রমজানে স্কুল পরিচালনায় আর কোনো বাধা থাকবে না।

গত ১০ মার্চ রমজানের প্রথম ১০ ও ১৫ দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন অভিভাবক অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মণ্ডল।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে।

—-ইউএনবি