দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড। স্বমহিমায় অনড় হয়ে দীর্ঘ তিন দশকের বেশী সময় ধরে অবিরাম স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ল্যাবএইড। করোনাকালীন দু:সময়েও তারা তাদের কর্তব্য পালনে এক মুহুর্তের জন্য পিছপা হয় নাই। এই কর্তব্য পালনে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবার তাদের সম্মাননা দিল ল্যাবএইড, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়। “জীবন জয়-We are for the patient” এই শিরোনামের আয়োজনে করোনাকালীন সময়ে দায়িত্ব পালনকারী হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, হেল্প এইড ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের “COVID WORRIOR” সম্মাননা তুলে দেয়া হয়। সেবা প্রদানকালে করোনায় জীবন উৎসর্গকারী চিকিৎসক ও কর্মীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। একজন কর্মীও স্ত্রীকে ল্যাবএইডে চাকুরীর ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিশা শামীম সহ উর্ধ¦তন কর্মকর্তাবৃন্দ।
—-প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সর্বজনীন দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত